ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » পাশে দাঁড়াই » বিস্তারিত

৪ কেজি ওজনের টিউমার বহন করে চলছে শিশু আশরাফুল

২০১৭ সেপ্টেম্বর ২৬ ১৮:০০:২৬
৪ কেজি ওজনের টিউমার বহন করে চলছে শিশু আশরাফুল

সিরাজগঞ্জ প্রতিনিধি : পেটে টিউমার নিয়েও বেঁচে থাকার রঙ্গিন স্বপ্ন দেখে এই শিশুটি। বছরের পর বছর ৪ কেজি ওজনের টিউমার বহন করে চলছে শিশু আশরাফুল। অসহায় এই যন্ত্রনা থেকে মুক্তি পেতে চায় সে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পৌরসদরের খারুয়াজংলা গ্রামে ছাইদুল ইসলামের ছেলে আশরাফুল।

সময়টা ছিল খেলাধুলা আর লেখাপড়া করে কাটানোর সময়। কিন্ত জন্মগতভাবে পেটে টিউমার নিয়েই পৃথিবীতে আসে সে। অভাবী দরিদ্র পিতার পক্ষে সম্ভব হয়না চিকিৎসা করার। ২০০৩ সালে জন্ম নেয় আশরাফুলে বয়স এখন ১৫ বছর। দুই ভাইয়ের মধ্য ছোট আশরাফুল এখন একজন শ্রমিকও । বাবা অন্যের জমিতে কাজ করে টানাটানির মধ্য চলছে সংসার।

আশরাফুলের বয়স বাড়ার সাথে পেটের টিউমারটাও বড় হতে থাকে। সংসারের টানাটানিতে চিকিৎসা করানো সামর্থও নেই তার। তবুও সন্তান বলে কথা। কিছু টাকা সংগ্রহ করে রাজশাহীর বেসরকারী একটি হাসপাতালে কিছু দিন চিকিৎসা করেছেন । কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আশরাফুল খারুয়াজংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ।

সে জানায়, আমি স্কুলে গেলে কেউ আমার সাথে মিশতে চায় না। আমার খুব কষ্ট হয় প্রচন্ড ব্যাথা করেপেটে। আমি বাঁচতে চাই। আমাকে বাঁচান।

আশরাফুলের মা আঞ্জু বেগম জানান, আমার ছেলেকে দেখলে খুব কষ্ট হয়। রাতে অনেক কষ্ট হয়। সরকার সহ দেশের সবাই মিলে যদি আমার ছেলেটির চিকিৎসা ব্যবস্থা করেন তাইলে সবার জন্য দোয়া করবো আমি। নাকি আমার ছেলে এভাবে শেষ হয়ে যাবে চোখের সামনে ?

(এমএসএম/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০১৭)