ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

জামাল উদ্দিন আহমেদ’র কবিতা

২০১৭ অক্টোবর ০৬ ১৭:৩৩:৪৫
জামাল উদ্দিন আহমেদ’র কবিতা







ওরে পাষন্ড

ওরে পাষন্ড! ওরে শীমার !
তোর মনে কী দয়া মায়া নাই?
তুই কেন এত নিষ্ঠুর।

সেত তোর ভাই, সেত তোর বোন
সেত তোর বুকের আদরের সন্তানের মত
সেত কোন পাপ করেনি
তাকে কেন পায়ে দলিস্
তাকে কেন অনাহারে কষ্ট দিস্
ওরে নাদান।

এ পাড়ে ঈশ্বর হাত বাড়িয়ে আছেন
বুকে টেনে নিতে
অবহেলিত আর ব্যাথাতুর যত।
তাঁর বুকে ঠাঁই দিতে চায়-
মুখে তুলে দিচ্ছেন এক মুঠো ভাত
আর মাটিতে বিছিয়ে দিয়েছেন
ভালবাসার চাদর