ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

কাজী জুবেরী মোস্তাক’র কবিতা

২০১৭ অক্টোবর ০৮ ১৫:১২:৪২
কাজী জুবেরী মোস্তাক’র কবিতা







অনুমতি দিলাম


অনুমতি দিলাম তোমাকে ,
ইচ্ছা হলেই পোস্টমর্টেম করতে পারো
হৃদয় কেটেকুটে চৌচির করতে পারো ,
প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গই কেটেকুটে দেখো
শিরা উপশিরায় এখনো তুমিই আছো ,
এরা তোমার আরাধনা করছে এখনো ৷
অনুমতি দিলাম তোমাকে ,
ইচ্ছা হলে আমাকে শুলে চড়াতে পারো
কিম্বা এই বুকে তীর বিদ্ধ করতে পারো ,
তবু তোমারই আরাধনা করবো আরো
আমার নিঃশ্বাসে তুমিই চলাচল করো ,
হৃদয়েতে সেওতো তুমিই বিচরণ করো ৷
অনুমতি দিলাম তোমাকে ,
যেখানে ইচ্ছা তুমি চলে যেতে পারো
শুধু আমার শেষকৃত্যে একবার এসো ,
আমি পাথর চোখে তোমাকে দেখবো
আর নিজ হাতেই চিতায় আগুন দিও ,
সে আগুনেও যে তোমার স্পর্শ পাবো ৷