ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » স্বাস্থ্য » বিস্তারিত

কলেরা প্রতিরোধে রোহিঙ্গাদের টিকা শুরু কাল

২০১৭ অক্টোবর ০৯ ১৫:১৮:৫৪
কলেরা প্রতিরোধে রোহিঙ্গাদের টিকা শুরু কাল

স্টাফ রিপোর্টার : কলেরা প্রতিরোধে রোহিঙ্গাসহ কক্সবাজারের স্থানীয় ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের টিকা দেবে সরকার। প্রথম রাউন্ডে টিকা দেয়ার কার্যক্রম মঙ্গলবার (১০ অক্টোবর) শুরু হবে।

সোমবার সচিবালয়ে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত মিয়ানমার নাগরিকদের কলেরা ঝুঁকি প্রতিরোধে ভ্যাকসিন দিতে বিশেষ টিকাদান কার্যক্রম সংক্রান্ত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানান।

মন্ত্রী বলেন, প্রথম রাউন্ডে ১০ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। এক বছরের বেশি সবাইকে অর্থাৎ প্রায় সাড়ে ৬ লাখ জনকে কলেরার টিকা দেয়া হবে।

দ্বিতীয় রাউন্ডে ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে জানিয়ে নাসিম বলেন, এক বছর থেকে ৫ বছর বয়সী সব শিশুকে অর্থাৎ আড়াই লাখ শিশুকে প্রথম ডোজ দেয়া হবে। প্রথম ডোজ দেওয়ার ২ সপ্তাহ পর থেকে দ্বিতীয় ডোজ দেয়া হবে।

(ওএস/এসপি/অক্টোবর ০৯, ২০১৭)