ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

কাজী জুবেরী মোস্তাক’র কবিতা

২০১৭ অক্টোবর ১৩ ১৬:৪৬:০৯
কাজী জুবেরী মোস্তাক’র কবিতা







ক্লান্ত আজকে

স্যার একটা চাকরি হবে ?
আগুনলাগা সূর্যটাকে মাথায় নিয়ে
প্রেমিকাকে দেখানো সেই স্বপ্ন নিয়ে
ছুটে চলি শহরের অফিস পাড়াতে ৷
পরিবার আমার দুই'দিন অনাহারে
আর আমি কর্মের সন্ধানে এশহরে
ঈশ্বর কি সৌভাগ্য দিলে আমাকে?
সারাদিন কাটে অফিসে ঘুরে-ঘুরে
আর রাতটা কাটে ফুটপাতে শুয়ে
এ কেমন জীবন ঈশ্বর তুমি দিলে ?
ওয়াসার পানি তৃষ্ণা মেটাতে পারে
কিন্তু কি স্বান্তনা দিবো ক্ষুধার্ত পেটে?
ঈশ্বর বড় ক্লান্ত হয়ে গেছি আজকে
বড্ড বেমানান আজ আমি এশহরে
তাইতো আছি আমি কর্মহীন পরে ৷
কাগজের সার্টিফিকেট সাথে নিয়ে
কর্ম খালি নাই শব্দ পড়তে-পড়তে
পোড়া চোখ পুরোই ঝলসে গেছে ৷
বড় স্বপ্ন নিয়েই এসেছিলাম শহরে
শুনেছি স্বপ্ন পুরন হয় নাকি এখানে
কিন্তু না এখানে স্বপ্নরা শুধু পোঁড়ে ৷