ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

ভারতের বিরুদ্ধে মাঠে বাংলাদেশ

২০১৭ অক্টোবর ১৩ ১৭:৫৭:০০
ভারতের বিরুদ্ধে মাঠে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক হকিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াইটা সব সময়েই হয়েছে অসম। দুই দেশের হকির ঐতিহ্য ও শক্তি বিবেচনায় ভারতই ফেভারিট বাংলাদেশের বিরুদ্ধে। তবে দীর্ঘদিন পর ঘরের মাঠে এশিয়া কাপ হচ্ছে বলে লাল-সবুজ জার্সিধারীদের নিয়ে একটু আশায় বুক বেঁধেছিলেন। সে আশা ভারত কিংবা পাকিস্তানকে হারানো নয়, মাঠে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার।

কিন্তু আশাভঙ্গ হয়েছে স্বাগতিক দর্শকদের। পাকিস্তানের বিপক্ষে ৭-০ গেলের হার দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। এবারের পরীক্ষার নাম ভারত। এশিয়া কাপের দুইবারের চ্যাম্পিয়নদের সঙ্গে খেলতে নেমেছে বাংলাদেশ। বিকাল ৫টা ৪০ মিনিটে মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হয়েছে র্যাংকিংয়ের ৬ ও ৩৪ নম্বর দলের ম্যাচটি।

ভারত ৫-১ গোলে জাপানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। একই গ্রুপে পাকিস্তান থাকায় কে গ্রুপ সেরা হবে তা নিয়ে অনেক অঙ্ক কষেছেন হকি বিশেষজ্ঞরা। কিন্তু শুক্রবার পাকিস্তান ২-২ গোলে জাপানের সঙ্গে ড্র করে ভারতের জন্য সমীকরণটা সহজ করে দিয়েছে। ভারত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারালে তাদের এক পয়েন্ট লাগবে পাকিস্তানের কাছ থেকে।

(ওএস/এসপি/অক্টোবর ১৩, ২০১৭)