ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

খেলাপি ঋণ আদায়ে কর্মসংস্থান ব্যাংকের এমডির তাগিদ

২০১৭ অক্টোবর ১৪ ১৫:০১:৪৯
খেলাপি ঋণ আদায়ে কর্মসংস্থান ব্যাংকের এমডির তাগিদ

স্টাফ রিপোর্টার : ঋণ বিতরণ, আদায় ও শ্রেণিকৃত (খেলাপী) ঋণ আদায়ে গুরুত্ব আরোপ করেছেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবুল হোসেন। তিনি বলেন, ঋণ দেয়ার সময় সতর্কতা অবলম্বন করা হলে ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা কম থাকে। এ ছাড়া ইতোমধে খেলাপি হয়ে যাওয়া ঋণ আদায়ের উপরও গুরুত্ব দেন তিনি।

শনিবার কর্মসংস্থান ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় উপ-মহাব্যবস্থাপক এবং আঞ্চলিক ব্যবস্থাপকদের ব্যবসায়িক পর্যালোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পরীক্ষিৎ দত্ত । আরো উপস্থিত ছিলেন- ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর এবং সকল মহাব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তারা।

ব্যবসায়িক পর্যালোচনা সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন চলতি অর্থ-বছরে লক্ষ্যমাত্রা অর্জন শতভাগ নিশ্চিতকরণে যথাযথ দিকনির্দেশনা প্রদান করেন।

(ওএস/এসপি/অক্টোবর ১৪, ২০১৭)