ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

চীন থেকে ৬টি গেন্ট্রি ক্রেন কিনবে চবক

২০১৭ অক্টোবর ১৫ ১৩:৩৬:৪৯
চীন থেকে ৬টি গেন্ট্রি ক্রেন কিনবে চবক

স্টাফ রিপোর্টার : জাহাজ থেকে কন্টেইনার দ্রুত ওঠানো ও নামানোর জন্য ৩৪৪ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে চীন থেকে ছয়টি রেল মাউন্টেন কুই গেন্ট্রি ক্রেন কিনবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।

এ জন্য রবিবার নৌপরিবহন মন্ত্রণালয়ে চীনের কোম্পানি সাংহাই জেনহুয়া হেভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডের (জেপিএমসি) সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবার এবং জেপিএমসির চেয়ারম্যান ঝু লিয়ানউ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও সচিব মো. আবদুস সামাদ উপস্থিত ছিলেন।

চুক্তির স্বাক্ষরের এক বছরের মধ্যে জেপিএমসি ক্রেন সরবরাহ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

(ওএস/এসপি/অক্টোবর ১৫, ২০১৭)