ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

তাড়াশে ‘নীল সাপ’ এর সুটিং

২০১৭ অক্টোবর ১৭ ১৮:০৫:২২
তাড়াশে ‘নীল সাপ’ এর সুটিং

সিরাজগঞ্জ প্রতিনিধি :চলনবিলের রয়েছে হাজারো জীবন, সে সব জীবনের কথা বিশ্বকে দেখানোর জন্য ‘স্বপ্ন দল’ টিম নামে চলবিলের সন্তানেরা শুরু করলেন স্বল্প দৈর্ঘ্য চলচিত্র ‘নীল সাপ’ এর সুটিং।

অনু নামের এক মেয়ের জীবিকা নিয়ে গড়ে উঠেছে কাহিনী, মেয়েটির রয়েছে এক স্বপ্ন। সেই স্বপ্নকে নিয়ে এগিয়ে চলে কাহিনী। স্থানীয় শিল্পীদের নিয়ে, তাড়াশ উপজেলার বিনোদপুর ও কুসুম্বী গ্রামের স্থানীয় ভাষায় নির্মিত হচ্ছে এই স্বল্প দৈর্ঘ্য চলচিত্র টি। সম্পদনার পর প্রচারিত হবে কোন একটি টিভি চ্যানেলে।

স্বল্প দৈর্ঘ্য চলচিত্রটি রচনা চিত্রনাট্য, পরিচালনায় করেছেন চলবিলের সন্তান শোভন চন্দ্র। প্রযোজনায় করেছেন আরেক চলনবিলের সন্তান হুমায়ন কবির। তাদের স্বপ্ন নাটক চলচিত্রের মাধ্যমে চলনবিল কে বিশ্বদরবারে তুলে ধরা। আর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে তারা গড়ে তুলেছে ‘স্বপ্ন দল’ নামে একটি টিম। টিমটি কাজ করতে চায় চলনবিলকে নিয়ে, চলনবিলের মাটিও মানুষকে নিয়ে, চলনবিলকে আবারও নতুন করে পরিচয় করে দিতে চায় বিশ্বের কাছে নতুন ভাবে।

(এমএসএম/এসপি/অক্টোবর ১৭, ২০১৭)