ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

তোফায়েল আহমেদের ৭৪তম জন্মবার্ষিকী আজ

২০১৭ অক্টোবর ২২ ১৩:৫২:৪০
তোফায়েল আহমেদের ৭৪তম জন্মবার্ষিকী আজ

নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ৭৪তম জন্মদিন আজ। ১৯৪৩ সালের এ দিন ভোলার কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৬০ সালে ভোলা সরকারি হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন তোফায়েল। এরপর ত্রিশাল ব্রজমোহন কলেজে ভর্তি হন। সেখান পাস করেন আইএসসি এবং বিএসসি ।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে এমএসসি পাস করেন তিনি।

কলেজ জীবন থেকেই সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত এক সময় হয়ে ওঠেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

১৯৬৯ সালে তিনি ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৭০ সালের ৭ জুন বঙ্গবন্ধুর নির্দেশে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। ১৯৭০ সালে ঐতিহাসিক নির্বাচনে ভোলার দৌলত খাঁ-তজুমদ্দিন-মনপুরা আসন থেকে ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।

এ ছাড়া ‘মুজিব বাহিনী’র অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজনও ছিলেন তিনি।

(ওএস/এসপি/অক্টোবর ২২, ২০১৭)