ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

কাজী জুবেরী মোস্তাক’র কবিতা

২০১৭ অক্টোবর ২৩ ১৫:১৬:০৬
কাজী জুবেরী মোস্তাক’র কবিতা







ফিরে আসতে পারো


ইচ্ছে হলে তুমি আবার ফিরে আসতে পারো
বিশ্বাস করো নিঃসঙ্গতায় সময় কাটে এখনো ,
জীবনটা সেইখানেই দাড়িয়ে আছে এখনো
যে পথের বাঁকে আমাকে ছেড়ে দিয়ে গেছো ৷

কথা দিলাম সবই ফিরিয়ে দেবো তোমাকে
যা কিছু সঞ্চিত রেখে গিয়ে ছিলে এই বুকে,
যদি ফিরে আসো আবার সবই পাবে ফিরে
দেখবে দখিন দুয়ার এখনো খোলাই রয়েছে ৷

শিউলি ফুলের গাছটা এখনো মাথা উঁচিয়ে
জানালায় উঁকি দিয়ে তোমাকেই সে খোঁজে ,
সেও আমার মতো তোমাকে ভালোবেসেছে
কারন আমার মতোই ওরও যে যত্ন নিতে ৷

ইচ্ছা হলে তুমি ফিরে আসতে পারো এ ঘরে
আমার মতো এ সংসারও তোমাকে খোঁজে ,
জানো?এ ঘরটা আজও ঠিক তেমন আছে
যেমনটা যত্ন করেই তুমি রেখে গিয়ে ছিলে ৷

ইচ্ছে হলে তুমি আবার ফিরে আসতে পারো
এ বাহুবন্ধনে আবার তুমি আবদ্ধ হতে পারো ,
ভুলে যেতে পারো সব ফালতু অভিমান গুলো
সব ছেড়ে-ছুড়ে শুন্য থেকেই সব শুরু করবো ৷