ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সুজানগরে অবিরাম বৃষ্টিতে মৎস্য খামারে ব্যাপক ক্ষতি

২০১৭ অক্টোবর ২৩ ১৫:৫৮:৫৪
সুজানগরে অবিরাম বৃষ্টিতে মৎস্য খামারে ব্যাপক ক্ষতি

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরে গত ৩ দিনের অবিরাম বৃষ্টিতে পৌর এলাকার মৎস্য ব্যবসায়ী মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন তোফার মৎস্য খামারে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়।

মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন তোফা জানান কৃষি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ নিয়ে আমি প্রায় ৭/৮ বিঘা জলাশয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছি। প্রতি বছরে এখান থেকে মোটা অংকের টাকা আয় করে থাকি।

এবার অতি বৃষ্টির কারণে আমার জলাশয়ের পাড় পানিতে ভেসে গিয়ে, জলাশয় থেকে মাছ বেড় হয়ে যাওয়ায় এবার ব্যবসায়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন তোফার ছেলে জায়দুল হক জনি বলেন, এ জলাশয়ে সিজানে ৫ লাখ টাকার রুই, কাতলা, তেলাপিয়া, বাটা, জাপানি, ব্রিগেড ও পাঙ্গাস মাছ চাষ করে খাদ্য, ঔষধ ও লেভার বিল দিয়ে খরচ হয় প্রায় ১০ লাখ টাকা খরচ করে, প্রতি সিজানে ১৫/২০ লাখ টাকা আমরা আয় করে থাকি।

এবার অতি বৃষ্টির কারণে জলাশয় ভেসে মাছ বেড় হয়ে যাওয়াতে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে বলে এ প্রতিবেদক কে জানান।


(এমএইচএস/এসপি/অক্টোবর ২৩, ২০১৭)