ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সাপাহারে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

২০১৭ অক্টোবর ২৩ ১৬:০৫:৪১
সাপাহারে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি : “বর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশন সম্ভাবনা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার নওগাঁর সাপাহারে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ব্য্রাক ওয়াশ কর্মসূচির সহযোগীতায় সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে শহিদ মিনার পাদদেশে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী । আলোচনা সভা ও র‌্যালীতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্রাক ওয়াশ কর্মসূচির কর্মকর্তা-কর্মচারীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

(বিএম/এসপি/অক্টোবর ২৩, ২০১৭)