ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

মাদার তেরেসা এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক শাহ আলম শাহী

২০১৭ নভেম্বর ০৮ ১৫:০৩:৫৪
মাদার তেরেসা এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক শাহ আলম শাহী

স্টাফ রিপোর্টার : সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০১৭’ পেলেন চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী।

স্বদেশ সাংস্কৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী বিশ্ব নন্দিত মহান মানবসেবী মাদার তেরেসা’র ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ আলম শাহীকে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০১৭’ দেয়া হয়েছে।

বাগিচা চাইনিজ রেস্টুরেন্ট সেন্টারে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপতিমো. ছিদ্দিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, জাতি সংঘের সাবেক পরমানু বিজ্ঞানী একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ড.জসীম উদ্দিন আহমেদ। স্বদেশ সাংস্কৃতি ফাউন্ডেশন এর উপদেষ্টা সাবেক তথ্য সচিব বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বাংলাদেশ পুলিশের সিআইডি জোনের ডিআইজি বি.এল.দাস,সাবেক অতিরিক্ত সচিব কথা সাহিত্যিক মো. মইনুদ্দিন কাজল,বিএসএমএমইউ এর ইন্টারন্যাশনাল মেডিসিন বিভাগীয় প্রধান অধ্যাপক ড.মো.আব্দুর রহিম ও সুপ্রীম কোটের এ্যাডভোকেট অধ্যাপক ড.আরিফা জেসমিন নাহিদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,এ্যাডভোকেট ফকিরে নেওয়াজ,এ্যাডভোকেট জোবায়দা পারভিন, কথা সাহিত্যিক জাহানারা তোফায়েল, শিক্ষাবিদ প্রফেসর নুরজাহান বেগম,সেভ দ্যা হিউম্যানের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা’র চেয়ারম্যান মো. রবিউল ইসলাম রবি,উপদেষ্টা বদিউজ্জামান আকন্দ, শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের সভাপতি মো. সাহিদুল ইসলামসহ অন্যরা।

উল্লেখ্য, সাংবাদিক শাহ্ আলম শাহী চ্যানেল আই, দৈনিক মানবজমিন এবং রেডিও আমার এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন । এছাড়াও তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক উন্নয়ন সংস্থা ‘সিসিডি-বাংলাদেশ’ এর আঞ্চলিক সমন্বয়কারী,‘জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন’ এবং মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা ও পরিবেশ সংরক্ষণ কেন্দ্রে’র “সমন্বয়ক” হিসেবে দায়িত্বে রয়েছেন।

সম্প্রতি সাংবাদিক শাহ আলম শাহী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয়সহ বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন ।

(এসএএস/এসপি/নভেম্বর ০৮, ২০১৭)