ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

২০১৭ নভেম্বর ২৪ ১৫:৫৭:৫০
ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও ডিবি পুলিশের লাগাতার মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ৪৫০ বোতল ফেন্সিডিলের বিশাল চালানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করার খবর পাওয়া গেছে।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক নুর আলম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে বর্ডারের ওপার থেকে ফেন্সিডিলের এক বড় চালান আসছে, এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল তার নেতৃত্বে, ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের গোলন্দগা তিন রাস্তার মোড় হতে মাদক ব্যবসায়ী বাবুলকে ৪৫০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ বাবুল হোসেন(২২),পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের দানাজপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম উক্ত মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিলসহ আটকের ঘটনা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে এতবড় চালান সহ ব্যবসায়ী আটকের ঘটনায় ঠাকুরগাঁওয়ের স্থানীয় পত্রিকা ঠাকুরগাঁওয়ের খবরের সম্পাদক বিধান দাস তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান,ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানকে ছোট করে দেখার কোন অবকাশ নেই।এত বড় চালানসহ মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশের একটি বাড়তি অর্জন।

(এফআইআর/এসপি/নভেম্বর ২৪, ২০১৭)