ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ঈশ্বরগঞ্জে গ্রাম আদালতের সচেতনতা মূলক বর্ণাঢ্য র‌্যালি

২০১৭ নভেম্বর ২৪ ১৬:৩২:১১
ঈশ্বরগঞ্জে গ্রাম আদালতের সচেতনতা মূলক বর্ণাঢ্য র‌্যালি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে স্লোগান নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গ্রাম আদালতের বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলার উচাখিলা ইউনিয়নের কাজীর বলসা দাখিল মাদ্রাসা থেকে র‌্যালিটি শুরু হয়ে নারায়ণপুর মোড় প্রদক্ষিণ শেষে রামপুর গ্রামে শেষ হয়।

স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের অধীনে সহযোগী সংস্থা মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের ব্যবস্থাপনায় র‌্যালিটি অনুষ্ঠিত হয়। গ্রামীন মানুষের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালিতে বিভিন্ন তথ্য সম্পর্কে প্রচারণা চালানো হয়।

র‌্যালিতে ইউপি সদস্য আবুল কাশেম, আবুল কালাম আজাদ,রেনুয়ারা সুলতানা, শাহনাজ বেগম, সহযোগী সংস্থার উপজেলা কো-অর্ডিনেটর আমনিুল ইসলাম , গ্রাম আদালত সহকারী আসাদুজ্জামান সোহেল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(এনআইচএম/এসপি/নভেম্বর ২৪, ২০১৭)