ঢাকা, বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিক্ষা » বিস্তারিত

মনিপুরে প্রথম শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত

২০১৭ নভেম্বর ২৪ ১৬:৩৭:৩০
মনিপুরে প্রথম শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রথম শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল বালিকা ক্যাম্পাসে এ লটারি অনুষ্ঠিত হয়। লটারি অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। এ সময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফরহাদ হোসেন, শিক্ষক, শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মনিপুর স্কুলের ছয়টি ক্যাম্পাসের মোট চার হাজার তিন আসন থাকলেও কেবল মাত্র মূল বালক ও বালিকা দুটি ক্যাম্পাসের প্রভাতি, দিবা ও ইংরেজি ভার্সনের জন্য প্রায় ১৬০০ আসনের বিপরিতে এ লটারি অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন অধ্যক্ষ ফরহাদ হোসেন।

তিনি আরও জানান, এ দুটি মূল ক্যাম্পাসে ভর্তি হতে আসনের প্রায় পাঁচ থেকে ছয় গুণ শিক্ষার্থী আবেদন করেছে। তবে বাকি ক্যাম্পাসগুলোতে যারা আবেদন করছে তারাই ভর্তির সুযোগ পাবে।

আগামী ২৬-৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে বলে স্কুলের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।

ভর্তি লটারির ফলাফল জানতে ক্লিক করুন

(ওএস/এসপি/নভেম্বর ২৪, ২০১৭)