ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

সমরেন্দ্র বিশ্বশর্মা’র কবিতা

২০১৭ নভেম্বর ২৫ ১৭:৪৫:৫৭
সমরেন্দ্র বিশ্বশর্মা’র কবিতা






মুজিব তুমি বজ্র কন্ঠ

‘‘মুজিব তোমার কন্ঠ প্রতিবাদের
তুমি বজ্র কন্ঠ,
তোমার কন্ঠ থেকেই ভেসে আসে
পাখির কল কাকলী কিচিঁর মিচিঁর শব্দ
ভেসে আসে পদ্মা, মেঘনা, যমুনার
কল্ কল্ তরঙ্গ ধ্বনি।

তোমার কন্ঠ থেকে ভেসে আসে
রাখালীয়ার বাঁিশর সুর
ভেসে আসে নিরীহ, নির্যাতিত মানুষের
করুন আর্তনাদ
ধর্ষিতা নারীর বুকফাটা কান্না।

তুমি বাঙালির অবিসংবাদিত নেতা
১৯৭১ সনের ৭ই মার্চ তোমার কন্ঠ থেকে ভেসে আসে
কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির শ্লোগান
ভেসে আসে মুক্তিযুদ্ধের কামানের গর্জন।
তুমি বঙ্গবন্ধু, জাতির পিতা
তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলেই
বাংলা আজ বাংলাতে প্রতিষ্ঠিত।

তোমার কন্ঠ থেকে ভেসে আসে
স্বাধীন এবং স্বাধীনতা উচ্চারণ
ভেসে আসে বাংলা ও বাংলা মায়ের গান
তোমার কন্ঠ থেকে ভেসে আসে
একটি নির্দিষ্ট ভূখন্ডের নাম স্বাধীন বাংলাদেশ।