ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

সর্বোচ্চ ভ্যাট দিয়ে সেরা নয় প্রতিষ্ঠান

২০১৭ ডিসেম্বর ০৭ ১৪:৫৬:০৪
সর্বোচ্চ ভ্যাট দিয়ে সেরা নয় প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার :তিন খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) দিয়ে ২০১৫-১৬ অর্থবছরে জাতীয় পর্যায়ে সেরা হয়েছে ৯ প্রতিষ্ঠান।

‘সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠান পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৫ (সংশোধিত)’ অনুযায়ী বুধবার জাতীয় পর্যায়ে সেরা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

উৎপাদন খাতে নরসিংদী গ্যাস ফিল্ড, গাজীপুর মির্জাপুরের হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও সাভার নবীনগরের বার্জার পেইন্টস বাংলাদেশ সেরা হয়েছে।

ব্যবসা ক্যাটাগরিতে সর্বোচ্চ ভ্যাট দেওয়ার সম্মাননা পাচ্ছে- গাজীপুর গজারিয়ার এসসি জনসন প্রাইভেট লিমিটেড, ঢাকার গুলশানের ইউনিমার্ট লিমিটেড ও মিরপুরের প্রিন্স বাজার লিমিটেড।

ঢাকার পান্থপথের ফাইবার এট হোম লিমিটেড, কারওয়ান বাজারের ওয়ান ওয়ার্ল্ড এভিয়েশন লিমিটেড, সাভারের আশুলিয়ার মেসার্স ব্যুরো ভেরিতাস লিমিটেড সেবা ক্যাটাগরিতে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৭, ২০১৭)