ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

বায়তুল মুকাদ্দাসকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণার দাবি

২০১৭ ডিসেম্বর ০৮ ১৪:৪৬:০৮
বায়তুল মুকাদ্দাসকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণার দাবি

স্টাফ রিপোর্টার :বায়তুল মুকাদ্দাসকে (জেরুজালেম) ইহুদিবাদি ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ এবং মানববন্ধন করেছে ইসলামী ছাত্রসেনা, ইসলামী ছাত্রফ্রন্ট ও খেলাফত মজলিস।

আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা মানববন্ধনে সংগঠনগুলোর নেতারা বায়তুল মুকাদ্দাসকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণার দাবি জানান। মানববন্ধন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় নেতারা বলেন, ‘কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপচেষ্টা করলে তার সমুচিত জবাব দেয়া হবে। আর বসে থাকা নয়, এবার ইসরা‌ইলকে সমুচিত জবাব দেয়ার প্রস্তুতি নিন।’

ইসলামী ফ্রন্টের নেতারা বলেন, ‘প্রিয়নবীর মিরাজের স্মৃতিবিজড়িত বায়তুল মুকাদ্দাসকে ধ্বংস করার নীলনকশা বাস্তবায়নের রূপকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জনমত গড়ে তুলতে হবে।’

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতির প্রতিবাদে সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন করেছে খেলাফত মজলিস।

সংগঠনটির নেতারা বলেছেন, ফিলিস্তিনি শহর জেরুজালেম কখনো অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাজধানী হতে পারে না। মুসলমানদের অন্যতম পবিত্র স্থান মসজিদুল আকসার শহর জেরুজালেম হবে স্বাধীন ফিলিস্তিনের রাজধানী। মুসলিম বিদ্বেষী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদীবাদী ইসরাইলের পক্ষে অবস্থান নিয়ে ফিলিস্তিনি জনগণ এবং বিশ্বের শান্তিকামী মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ট্রাম্পের এ ঘোষণা বিশ্ব মুসলিম কোনোভাবেই মেনে নেবে না।

এর আগে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে বলেছেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের একটি শয়তানি পদক্ষেপ। এ শান্তি বিনাশী ঘোষণার ফলে উদ্ভূত পরিস্থিতির সকল দায়-দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় ফিলিস্তিনের শহর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক স্বীকৃতির ঘোষণা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানা এবং জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদানের জন্যে পৃথিবীর সকল রাষ্ট্র ও বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৮, ২০১৭)