ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

মকিস মনসুর’র কবিতা

২০১৭ ডিসেম্বর ০৯ ১৫:০৩:১৬
মকিস মনসুর’র কবিতা







মৌলভীবাজার কেনো হচ্ছে রক্তে রঞ্জিত

আমাদের শান্তির শহর মৌলভীবাজার,
এই প্রিয় মাটি কেনো হচ্ছে রক্তে রঞ্জিত।
কাউন্সিলার সাগত থেকে ব্যাবসায়ী মুহিবুর,
মুক্তিযোদ্ধা আনছার আর সাবরেজিস্টার অফিস।
পৌরসভা বিল্ডিং আর শহরের বানিজ্য মেলায়,
করেছে সন্ত্রাস ওরা আছে কাদের ছত্রছায়ায়।
আছেন যারা জেলায় নেতৃত্বে আর প্রশাসনে,
জনগন জানতে চায় এর সুষ্ঠু জবাব কে দিবে।
জানিনা এই রক্তাক্ত লড়াইর কবে হবে শেষ,
শাহবাব মাহির মত আর কত তাজা প্রান দিলে ।
ফেইসবুক ক্লিপে দেখেছি এক মায়ের আহাজারি,
পুত্র হারা পাগল মাকে কে দিবে সান্তনার বাণী।
চাই না দেখিতে আর কোনো লাশের মিছিল,
হোক সন্ত্রাসী আর খুনীদের দূষ্টান্তমূলক শাস্তি।।

লেখক পরিচিতি: মৌলভীবাজার জেলার এককালীন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্র সংগঠক বর্তমানে বৃটেনের কমিউনিটি ও সাংবাদিক মহলের একজন পরিচিত মূখ। দেশেবিদেশে বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম ও কবিতা লিখে যাচ্ছেন)