ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

বৃষ্টি : কুমিল্লা-রংপুরের খেলা বন্ধ

২০১৭ ডিসেম্বর ১০ ১৯:৩৭:৫৪
বৃষ্টি : কুমিল্লা-রংপুরের খেলা বন্ধ

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে এখন বন্ধ রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার খেলা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। সাত ওভার খেলা অনুষ্ঠিত হওয়ার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত রংপুর রাইডার্সের সংগ্রহ সাত ওভারে এক উইকেট হারিয়ে ৫৫ রান।

আজকের ম্যাচে যারা জিতে তারা ফাইনালে ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ হবে। কিন্তু বৃষ্টির কারণে যদি খেলা আর মাঠে না গড়ায় তাহলে ফাইনালে উঠে যাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কারণ, লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলে তারা সেরা অবস্থানে ছিল। রংপুর ছিল চতুর্থ অবস্থানে।

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে ৯৬ রানে হেরেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে, এলিমিনেটর ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে আট উইকেটে জিতেছিল রংপুর রাইডার্স।

রংপুর রাইডার্স একাদশ: জনসন চার্লস, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককলাম, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), রবি বোপারা, নাহিদুল ইসলাম, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম, ইসুরু উদানা, সোহাগ গাজী।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), ইমরুল কায়েস, জস বাটলার, মারলন স্যামুয়েলস, শোয়েব মালিক, হাসান আলী, মেহেদী হাসান, গ্রায়েম ক্রেমার, আল-আমিন, মোহাম্মদ সাইফউদ্দিন।

(ওএস/অ/ডিসেম্বর ১০, ২০১৭)