ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

'আ.লীগকে হারানোর মতো দল বাংলাদেশে নেই'

২০১৭ ডিসেম্বর ১১ ১৯:২৪:৪২
'আ.লীগকে হারানোর মতো দল বাংলাদেশে নেই'

স্টাফ রিপোর্টার : আগামী নির্বাচনে ২০০৮ সালের চেয়ে বড় বিজয় আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সোমবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, একটি পেশাদার প্রতিষ্ঠানকে দিয়ে জরিপ করানো হয়েছে। সেখানে আমিও জড়িত ছিলাম। তাতে এই ফল পাওয়া গেছে। আমি মনে করি, এটি ওয়ান অব দ্য মোস্ট অ্যাকুরেট জরিপ।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আওয়ামী লীগ আগামী নির্বাচনে ক্ষমতায় আসবেই। দেশের মানুষের বিশ্বাস ও সমর্থন আমাদের প্রতি চলে এসেছে। আওয়ামী লীগকে হারানোর মতো দল বাংলাদেশে নেই।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগে গ্রুপিং-লবিং থাকে। তবে আন্দোলন বা নির্বাচনের সময় সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে যায়।’ এ সময় আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

জয় বলেন, ‘বিজয় নিয়ে আমি চিন্তা করি না, কিন্তু ষড়যন্ত্র আছে। খেয়াল রাখতে হবে ৫ জানুয়ারির মতো কোনোও ঘটনা-দুর্ঘটনা যেন না ঘটে। ওই সময়ের মতো আগুন সন্ত্রাস যেন না ঘটে।’

আগামী নির্বাচনে প্রার্থী হবেন কী না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি প্রার্থী হচ্ছি না। এটি আপনাদের আগাম জানিয়ে রাখছি। আমার উদ্দেশ্যে দলকে ক্ষমতায় আনা। এমপি-মন্ত্রী হওয়ার লোভ আমার নেই।’

আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে কী না এমন প্রশ্নের জবাবে জয় বলেন, ‘সেটি বড় কথা নয়। নির্বাচনটি অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ হচ্ছে কিনা সেটিই বড় কথা। আমরা কাউকে নির্বাচনে আসতে বাধ্য করতে পারি না।’

(ওএস/অ/ডিসেম্বর ১১, ২০১৭)