ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

'ট্রাম্পের স্বীকৃতি মানি না'

২০১৭ ডিসেম্বর ১২ ১৮:৫৯:০৯
'ট্রাম্পের স্বীকৃতি মানি না'

স্টাফ রিপোর্টার : জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতিকে আমরা মানি না এবং কোনো ভাবেই সমর্থন করি না। এ মন্তব্য সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে সম্মিলিত জাতীয় জোট। বিক্ষোভ মিছিলটি কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে মৎস্য ভবন চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম কাদের, প্রেসিডিয়াম সদস্য এম.এম সাত্তার, কাজী ফিরোজ রশীদ এমপি, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাহিদুর রহমান টেপা, মুজিবুল হক চুন্নু এমপি, মশিউর রহমান রাঙ্গা এমপি, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতা মাও: স.উ.ম আব্দুস সামাদ, অধ্যাপক এম.এম মোমেন, মাও: মাসুদ হোসেইন আল ক্বাদেরী, মাও: আব্দুল লতিফ, ইসলাম মহাজোট এর চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক, বাংলাদেশ জাতীয় জোট বিএনএ চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, জাতীয় পার্টির উপদেষ্টা অ্যাড. রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ।

(ওএস/অ/ডিসেম্বর ১২, ২০১৭)