ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

ডিএনসিসিতে আ. লীগের মেয়র প্রার্থী ঘোষণা আজ

২০১৮ জানুয়ারি ১৬ ১২:৩০:৪৫
ডিএনসিসিতে আ. লীগের মেয়র প্রার্থী ঘোষণা আজ

স্টাফ রিপোর্টার :ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে আজ (মঙ্গলবার)।

দলীয় সূত্রে জানা গেছে ডিএনসিসির মেয়র প্রার্থী চূড়ান্ত করতে সন্ধ্যা ৭টায় গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে রাতেই মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৮ জানুয়ারি। মেয়র আনিসুল হকের মৃত্যুতে পদটি শূন্য হয়।

উপ-নির্বাচন উপলক্ষে গত তিন দিনে (শনি- সোমবার) মোট ১৬ জন আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেন। এরা হলেন- বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, সাবেক এমপি এইচবিএম ইকবাল, কবি রাসেল আশিকী, ব্যবসায়ী আদম তমিজি হক, মণিপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, শিক্ষক শাহ আলম, এফবিসিসিআই পরিচালক হেলাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবায়ের আলম, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, তেজগাঁও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শামীম হাসান, ব্যবসায়ী আবেদ মনসুর, সাবেক সেনা কর্মকর্তা ইয়াদ আলী ফকির, যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি, বর্তমানে কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র ওসমান গণি, জামান ভূঞা ও আসমা জেরিন ঝুমু।

(ওএস/এসপি/জানুয়ারি ১৬, ২০১৮)