ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

মার্কিন সেনা উপস্থিতি আর মেনে নেব না : সিরিয়া

২০১৮ জানুয়ারি ১৬ ১৪:৩৮:৩২
মার্কিন সেনা উপস্থিতি আর মেনে নেব না : সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়া বলেছে, তারা দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতি অবসানের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমেরিকা সিরিয়ায় তুর্কি সীমান্তে কুর্দি যোদ্ধাদের নিয়ে ৩০ হাজার সদস্যের একটি সেনাবাহিনী গড়ে তোলার চেষ্টা করছে বলে খবর প্রকাশিত হওয়ার পর দামেস্কের পক্ষ থেকে এ বক্তব্য এলো।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকার এ পরিকল্পণাকে নিজেদের সার্বভৌমত্বের প্রতি চরম আঘাত হিসেবে অভিহিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি অবসানের ব্যাপারেদেশটির সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে, ৩০ হাজার সদস্যের ওই বাহিনীর প্রায় অর্ধেককেই নিয়োগ দেয়া হবে সিরিয়ায় তৎপর গেরিলা গোষ্ঠী এসডিএফ'র সদস্যদের মধ্য থেকে। এসডিএফ হচ্ছে কুর্দি সংগঠন ওয়াইপিজি'র সমর্থনপুষ্ট একটি গোষ্ঠী। তুরস্ক ওয়াইপিজি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে।

(ওএস/এসপি/জানুয়ারি ১৬, ২০১৮)