ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

লোহাগড়ায় ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু

২০১৮ জানুয়ারি ১৬ ১৯:০২:২৯
লোহাগড়ায় ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে। আজ মঙ্গলবার অধিবাসের মাধ্যমে উপজেলার ইতনা ইউনিয়নের দৌলতপুর নাট মন্দিরে এ মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে।৬০তম এ মহানামযজ্ঞ অনুষ্ঠানে ৬টি দল নামকীর্তন পরিবেশন করবে।

ধর্মানুরাগী প্রকাশ কুমার বিশ্বাস জানান, দেশের খ্যাতনামা ছয়টি দল নামকীর্তন পরিবেশন করবে। এগুলো হলো সিলেটের গোপাল জিউর সম্প্রদায়, ভোলার প্রভু নিত্যানন্দ সম্প্রদায়, গোপালগঞ্জের অষ্টলীলা সম্প্রদায়, যশোরের রামমন্দির সম্প্রদায়, চট্টগ্রামের গুরুদক্ষিণা সম্প্রদায় ও মাগুরার নবগ্রীধারী সম্প্রদায়।

মহানামযজ্ঞানুষ্ঠান উপলক্ষ্যে দৌলতপুরে সনাতন ধর্মালম্বীদের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নাট মন্দিরসহ আশেপাশের এলাকাজুড়ে গ্রামীণ মেলা বসেছে।

(আরএম/এসপি/জানুয়ারি ১৬, ২০১৮)