ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

রাজারহাটে শিক্ষার্থীদের মাঝে হেলম্যাট ও ছাতা বিতরণ

২০১৮ জানুয়ারি ১৬ ১৯:১৪:৪৬
রাজারহাটে শিক্ষার্থীদের মাঝে হেলম্যাট ও ছাতা বিতরণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : আজ মঙ্গলবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধে নিরাপদ সাইক্লিং নিশ্চিত করার লক্ষে ৩শত শিক্ষার্থীদের মাঝে হেলমেট ও ছাতা বিতরণ করা হয়েছে।

উপজেলার হেলিপ্যাড মাঠে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাঃ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান।

এসময় উপজেলা কৃষি অফিসার ষষ্টি চন্দ্র রায়ের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার, অধ্যক্ষ আলহাজ্ব সফিকুল ইসলাম রানা, অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ হক্কানী, জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম, প্রেসক্লাবের সাঃ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বাল্য বিবাহের কুফল, কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে জেলা প্রশাসক সহ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সাথে বাই সাইকেল র‌্যালিতে অংশ গ্রহন করেন।

(পিএমএস/এসপি/জানুয়ারি ১৬, ২০১৮)