ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

কিশোর কারুণিক’র তিনটি কবিতা

২০১৮ ফেব্রুয়ারি ০৬ ১৫:২২:১১
কিশোর কারুণিক’র তিনটি কবিতা







ফিরে এসো


তোমার নীরবে চলে যাওয়া
আমার কোন মঙ্গল বয়ে আনবে না
থাকতে পারতে, বসতে পারতে
বলতে পারতে
তোমার মনে জমানো দুঃখ কষ্টের কথা
হয়তো প্রয়োজন মনে করো নি
হয়তো আমি হয়ে উঠেছি তোমার কাছে অবিশ্বাসী
বিশ্বাস করো বন্ধু, বিশ্বান করো
তুমি কষ্ট পাও, ব্যথা পাও
কখনো আমি চাই নি, চাই নি
কিন্তু বলতে বাধ্য হচ্ছি
আমার আশ পাশের অনেকে তা চেয়েছে
ওরা মানুষ না
ওদের আমি মানুষ মনে করি না
যারা হিংসার চেতনা লালন করে
তারা হিংসার আগুনে পুড়বেই
তুমি যেও না
এই মাটি ছেড়ে
স্বদেশ ছেড়ে
এসো মিলেমিশে থাকি
মানুষ হয়ে থাকি
ঢেল মারলে পাটকেল খেতে হয়
যারা বোঝে না
তাদের কথা বাদ দাও
ফিরে এসো
ফিরে এসো।

আপন মনে হয়

তোমাকে খুব আপন মনে হয়
কেন মনে হয়
যার কুল কিনারা
আজ অবধি খুজে পাইনি ।

তুমি কে আমার?
তোমার জন্যে আমার ব্যাকুলতা!
তুমি কি যাদু বিদ্যায় পারদর্শী?
না ছল চাতুরীর মায়াজ্বালে
আমাকে বিভোর করে রেখেছো-
তোমার প্রেমাবন্ধনে
তোমার মুখটি এক নজর দেখার জন্যে
প্রাণ আমার আকুল হয়ে থাকে
হৃদয়ে প্রেমের ঢেউ খেলে যায় ।

যেন মনে হয় তোমার প্রতি আমার এই দূর্বলতা
কত দিনের, কত বৎসরের
হয়তো কত যুগ শতাব্দী
হাজার বছরের আহ্নিক বার্ষিক গতির সাথে
প্রবাহিত হয়ে আসছে ।

তুমি কে আমার
তোমার জন্যে আমার এত ব্যাকুলতা।

ভাবতে ভাবতে

তোমাকে ভাবতে ভাবতে
কখনো ঘুম আসে
কখনো গান আসে
আর কখনো শুধু হাসি লাগে ।

তুমি ভাবতে পারবে না
আমি তোমাকে সারাক্ষণ দেখতে পারি
তুমি অবাক হবে শুনে
আমি তোমাকে খুব ভালবাসি।

তুমি মনের যাদুতে চোখের আলোতে
ভেসে বেড়াও দিগন্ত থেকে দিগন্তে
গ্রহ নক্ষত্র জলে বাতাসে
আর আমার মনেতে।

তুমি আমার আত্মীক তন্ময়ে
মিন্ময়ে সারাক্ষণে
তোমাকে পাই শ্রভ্রতায়
চেতনার চিন্ময়ে।

তুমি আমার দূর্বলতা
তুমি আমার সফলতা
তুমি আমার চাওয়া
তুমি আমার পথ চলা
শিশির বিন্দে কথা বলা।

তুমি আমার মন ভুলানো
তুমি আমার বিশ্বাস
বেঁচে থাকার নিঃশ্বাস।