ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

অমিতাভকে ডি লিট উপাধি দিচ্ছে রবীন্দ্রভারতী

২০১৮ ফেব্রুয়ারি ০৭ ১৭:০৪:৩০
অমিতাভকে ডি লিট উপাধি দিচ্ছে রবীন্দ্রভারতী

বিনোদন ডেস্ক :বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। বার্ধক্য তার কাছে হার মেনেছে। তিনি এখনো সিনেমার মূল চরিত্রে হাজির হয়ে দর্শক মাতিয়ে রাখতে জানেন। জিতে নিতে পারেন সেরা অভিনেতার পুরস্কারও। চলচ্চিত্রের মানুষ হলেও অমিতাভ বচ্চনের রয়েছে সাহিত্য প্রতিভাও। কবিতা লেখেন তিনি। এ যোগ্যতা তার বাবার কাছ থেকে পাওয়া। অতিমাভের বাবা হরিবংশ রাই বচ্চন একজন নামকরা হিন্দি কবি ছিলেন।

সেই সূত্রেই সাহিত্যের প্রতি অমিতাভেরও রয়েছে অনুরাগ। সেই অনুরাগের প্রতি সম্মান জানিয়েই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এ অভিনেতাকে ডি. লিট সম্মানে সম্মানিত করতে চলেছে। গেল সোমবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী নিজেই এ ঘোষণা দেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ৮ মে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেই সম্মানিত করা হবে বিগ-বিকে।

অমিতাভ বচ্চনকে ডি.লিট দেওয়ার প্রস্তাব ইতোমধ্যে রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য কেশরীনাথ ত্রিপাঠীর কাছে পাঠানো হয়েছে বলে জানান উপাচার্য সব্যসাচী রায় চৌধুরী। এবিষয়ে বিগ-বি অমিতাভকেও জানানো হয়েছে বলে জানান তিনি।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০১৮)