ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » লাইফস্টাইল » বিস্তারিত

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরোয়া উপায়

২০১৮ ফেব্রুয়ারি ০৯ ১৫:৫৬:৪৭
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক :ত্বকের উজ্জ্বলতা বাড়াতে নানারকম উপায় মেনে চলি আমরা। অনেক সময় কেমিক্যালযুক্ত ক্রিম বা লোশনও ব্যবহার করে থাকি। কিন্তু তাতে করে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে প্রয়োজন ঘরোয়া উপায়ে যত্নের। চলুন জেনে নেয়া যাক-

পেঁপে

দিনভর ধুলাবালির অত্যাচারে ক্ষতিগ্রস্ত হয় ত্বক। দিনশেষে বাড়ি ফিরে কয়েক টুকরা পাকা পেঁপে ত্বকে ঘষে ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দূর হবে ত্বকের রোদে পোড়া ও বিবর্ণ ভাব।

ওটমিল

ওটমিল পাউডারের সঙ্গে দুধ মিশিয়ে ৫ মিনিট রেখে দিন। ওটমিল নরম হয়ে গেলে ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। এটি উজ্জ্বলতা বাড়াবে ত্বকের।

টমেটো

টমেটোর শাঁসের সঙ্গে দই মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। ১০ থেকে ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দইয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড ও টমেটোর ব্লিচিং উপাদান ত্বকে ফিরিয়ে আনবে জৌলুস।

বেসন

বেসনের সঙ্গে দুধ মিশিয়ে ত্বক ক্রাব করে নিন। মরা চামড়া ও ত্বকের কালচে ভাব দূর হবে।

লেবুর রস

লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এটি ত্বকের রোদে পোড়া দাগ দূর করবে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০১৮)