ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

রহমান জীবন’র ছড়া

২০১৮ ফেব্রুয়ারি ১০ ১৫:৩৭:১৮
রহমান জীবন’র ছড়া







শিশু শ্রমিক

কোমলমতি সব শিশুরই
ইচ্ছে করে পড়তে
বড় হয়ে দেশের জন্য
ভালো কিছু করতে।

তবে কেন কলম ছেঁড়ে
হাতুড়ি ওই হাতে
রাস্তা-ঘাটে টানছে গাড়ি
শিশুরা দিন-রাতে।

শিক্ষা থেকে অনেক শিশুই
বঞ্চিত যে আজ
ছোট্ট শিশু হচ্ছে শ্রমিক
করছে কঠিন কাজ।