ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

নিখোঁজ রুশ বিমান বিধ্বস্ত : নিহত ৭১ 

২০১৮ ফেব্রুয়ারি ১২ ১২:৪০:৩৪
নিখোঁজ রুশ বিমান বিধ্বস্ত : নিহত ৭১ 

আন্তর্জাতিক ডেস্ক :মস্কোর দোমোদেদোভো বিমানবন্দর থেকে ৭১ যাত্রী নিয়ে নিখোঁজ রুশ বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানটি মস্কো থেকে কাজাখস্তান সীমান্তবর্তী রুশ শহর ওরস্কে যাচ্ছিল। তবে মস্কোর একটি বিমানবন্দর থেকে উড়ার কিছু পরেই বিমানটি বিধ্বস্ত হয়। এতে আরোহীর কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

বিবিসির এক সংবাদে বলা হয়েছে, সারাটভ এয়ারলাইন্সের বিমানটি মস্কোর দমোদোভো বিমানবন্দর থেকে ওড়ার করার পর পরই বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মস্কোর দক্ষিণ-পূর্বদিকের এলাকা আরগুনোভো থেকে তারা জ্বলন্ত বিমানটিকে মাটিতে পড়তে দেখেছেন।

রুশ প্রেসিডেন্ট পুতিন এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার বিমান সংস্থাগুলোর বিমান আরও দুটি দুর্ঘটনার শিকার হয়েছে। ২০১৬ সালের ডিসেম্বরে কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয় একটি বিমান, মারা যায় ৯২ জন। এছাড়া ২০১৫ সালের অক্টোবরে মিশরের সাইনাই এলাকায় বিধ্বস্ত হয় আরেকটি বিমান, যাতে মারা যায় ২২৪ জন।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০১৮)