ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিক্ষা » বিস্তারিত

পরীক্ষা কেন্দ্রের আশপাশে মোবাইল পেলেই গ্রেপ্তার

২০১৮ ফেব্রুয়ারি ১২ ১৫:৫২:২০
পরীক্ষা কেন্দ্রের আশপাশে মোবাইল পেলেই গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন নির্দেশনা এসেছে। কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে মোবাইল ফোনসহ কাউকে পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তারের আদেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশের বিষয়ে নির্দেশনা পালনে কড়াকড়ি আরোপের নির্দেশও দেয়া হয়েছে।

এসএসসি পরীক্ষায় প্রশ্নগুলো ফাঁস হচ্ছে মূলত পরীক্ষার আগে আগে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া প্রশ্ন দেখতে কেন্দ্রের আশপাশেই শিক্ষার্থীদের স্মার্ট ফোনে চোখ রাখতে দেখা গেছে।

এই প্রেক্ষিতেই রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক এবং শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের এই নির্দেশ পাঠানো হয়।

এসএসসি পরীক্ষা শুরুর আগেই এবার কেন্দ্র প্রধান ছাড়া কাউকে মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। আবার তিনি এমন ফোন ব্যবহার করতে পারবেন, যেটা দিয়ে ছবি তোলা যায় না। সেই ফোনটিও কেন্দ্র সচিবের কক্ষে রেখে ব্যবহার করার নিয়ম।

পাশাপাশি ছাত্রদের ৩০ মিনিট আগে কেন্দ্রে ঢুকার আদেশ জারি হয়েছিল। কিন্তু দুটি নির্দেশ পালনেই শিথিলতা দেখানো হচ্ছিল।

শিক্ষা বিভাগের আদেশে বলা হয়, ‘কিছু কিছু কেন্দ্রে ওই সময়ের পরেও পরীক্ষার্থীরা প্রবেশ করছে। এছাড়া বিভিন্ন কেন্দ্রের আশপাশে অনেকেই স্মার্টফোন নিয়ে ঘোরাফেরা করছে।’

গত এক সপ্তাহে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে স্মার্টফোনে প্রশ্ন ছড়িয়ে দেয়ার অভিযোগে আটক হয়েছে বেশ কয়েকজন। এদের মধ্যে অভিভাবক, কলেজ ও বেসরকারি শিক্ষক, পরীক্ষার্থীও আছে।

আবার গত ৪ ফেব্রুয়ারি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা পুরস্কারের ঘোষণাও এসেছে। এরপর আটক হয়েছে ৫০ জনেরও বেশি। পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, ট্রেজারি থেকে পরীক্ষার কেন্দ্রে প্রশ্ন পাঠানোর সময় সেটি ছবি তুলে সামাজিক মাধ্যমে আপলোড করা হচ্ছে। তাদেরকে ধরতে চেষ্টা চলছে।

এরই মধ্যে প্রশ্ন ফাঁসে ব্যবহার করা ৩০০টি মোবাইল নম্বর শনাক্ত করে বন্ধ করেছে আইনশৃঙ্খলাবাহিনী। এদেরকে ধরার চেষ্টা চলছে।

এর মধ্যে সামাজিক মাধ্যম ব্যবহারে বাধা দিতে পরীক্ষা শুরুর সময় আড়াই ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখার উদ্যোগও নিয়েছিল সরকার। তবে তা পরে বাতিল করা হয়েছে।

এ ছাড়া পরীক্ষা শুরুর আগে ফেসবুকসহ সব সামাজিক মাধ্যম বন্ধ করার প্রস্তাব দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেটিও কার্যকর হয়নি।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০১৮)