ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

ফের চালু হচ্ছে ঢাকা-রোম ফ্লাইট

২০১৮ ফেব্রুয়ারি ১২ ১৮:৫০:৩৩
ফের চালু হচ্ছে ঢাকা-রোম ফ্লাইট

স্টাফ রিপোর্টার :বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম ফ্লাইট আবারও চালু হচ্ছে। এছাড়া ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বন্ধের ব্যবস্থা নেয়া হবে।

রবিবার ইতালির মিলানের লোম্বার্দিয়া আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোম্বার্দিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা। পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ শিপন।

শাহজাহান কামাল বলেন, ইতালি প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিকে নানাভাবে সমৃদ্ধ করছে। তাদের সুযোগ-সুবিধার বিষয়কে প্রাধান্য দিবে সরকার।

উল্লেখ্য, ২০১৫ সালের এপ্রিলে বন্ধ হয়ে যায় ৩৪ বছর ধরে চলা ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট।

অনুষ্ঠানের শুরুতে আগত লোম্বার্দিয়া আওয়ামী লীগের নেতাদের সঙ্গে পরিচিত হন এবং নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুরিজম বোর্ডের নির্বাহী প্রধান ড. মোহাম্মদ নাসিম উদ্দিন, লোম্বার্দিয়া আওয়ামী লীগের প্রবীণ নেতা আকরাম হোসেন, সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক জামিল আহমেদ, সারওয়ার হোসেন মোল্লা, চঞ্চল রহমান, তুহিন মাহমুদ, ভারেজ আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি সুলতান আহমেদ, আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ মালেক, মহানগর আওয়ামী লীগের সভাপতি রহমান খান, লোম্বার্দিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরফান শিকদার, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদিকা অপু পলি, সদস্য খান রিপন, প্রচার সম্পাদক মামুন হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক সারওয়ার হোসেন, প্রকাশনা সম্পাদক মনসুর খালাসি, যুবলীগের সভাপতি মামুন খান, সম্পাদক শফি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনায়েত হাওলাদার, যুবলীগ নেতা ইব্রাহিম হোসেন, রিপন আহমেদ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম, সম্পাদক সাইদুর রহমান, ছাত্রলীগ নেতা অপু আহমেদ প্রমুখ।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০১৮)