ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

সিরিয়ায় ৩১ তুর্কি সেনা নিহত, আহত ১৪৩

২০১৮ ফেব্রুয়ারি ১৩ ১৭:২৬:০৬
সিরিয়ায় ৩১ তুর্কি সেনা নিহত, আহত ১৪৩

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার কুর্দি গেরিলা নিয়ন্ত্রিত আফরিনে চলমান অভিযানে এ পর্যন্ত তুরস্কের ৩১ জন সেনা নিহত ও অপর ১৪২ জন আহত হয়েছে। তুরস্কের সেনাবাহিনী এ তথ্য দিয়েছে।

তুরস্কের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড থেকে গতকাল (সোমবার)প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ২০ জানুয়ারি থেকেঅভিযান শুরুর পর এ পর্যন্ত তাদের১৭৪ জনসেনা হতাহত হয়েছে। অন্যদিকে, চলমান অভিযানেএ পর্যন্ত এক হাজার ৩৬৯ জন কুর্দি গেরিলা নিহত হয়েছে।

এছাড়া, তুর্কি বিমান হামলায় ওয়াইপিজি’র ১৫টি শক্ত ঘাঁটি ও অস্ত্র গুদাম ধ্বংস হয়েছে।এ সময়ের মধ্যে সেখানকার ৫১টি কৌশলগত অঞ্চল তুর্কি বাহিনী ও সহযোগী যোদ্ধাদের নিয়ন্ত্রণে এসেছে।

কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি-কে নির্মূল করার লক্ষ্যে তুরস্ক গত ২০ জানুয়ারি থেকে সিরিয়ার আফরিনে সেনা অভিযান শুরু করেছে।

সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে তুরস্ক সন্ত্রাসী হিসেবে মনে করে এবং তুর্কি গেরিলা গোষ্ঠী পিকেকে’র সঙ্গে এদের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করে আসছে। অন্যদিকে, সিরিয়া সংকটে ওয়াইপিজি-কে সমর্থন ও মদদ দিয়ে আসছে আমেরিকা। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আংকারার মারাত্মক টানাপড়েন দেখা দিয়েছে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০১৮)