ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

চীন-রাশিয়ার মোকাবেলায় সামরিক বাজেট বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

২০১৮ ফেব্রুয়ারি ১৩ ১৭:২৭:৪৬
চীন-রাশিয়ার মোকাবেলায় সামরিক বাজেট বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়াকে মোকাবেলা করার জন্য সামরিক বাজেট বাড়াতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন। এই তিনটি দেশের পক্ষ থেকে সামরিক হুমকি বেড়ে যাওয়ার কারণে পেন্টাগন বিশাল এ বাজেট চেয়েছে বলে দাবি করছেন মার্কিন কর্মকর্তারা।

২০১৯ সালে সামরিক খাতে ব্যয় করার জন্য পেন্টাগন গতকাল (সোমবার) ৬৮ হাজার ৬০০ কোটি ডলারের বাজেট বরাদ্দ দেয়ার প্রস্তাব করেছে। আমেরিকার ইতিহাসে এটাই সবচেয়ে বড় সামরিক বাজেট হতে যাচ্ছে। বিশাল এ বাজেট বরাদ্দ হলে মার্কিন পরমাণু অস্ত্র কর্মসূচিও জোরদার করা হবে। পরমাণু অস্ত্র খাতে বাড়তি বাজেট চাওয়া হয়েছে তিন হাজার কোটি ডলার।

২০১৭ সালে আমেরিকা সামরিক খাতে যে বাজেট বরাদ্দ দিয়েছিল তার চেয়ে এবার আট হাজার কোটি ডলার বেশি বরাদ্দ চাওয়া হয়েছে।

মার্কিন উপ প্রতিরক্ষামন্ত্রী ডেভিড এল. নরকুইস্ট সাংবাদিকদের জানান, চীন ও রাশিয়ার পক্ষ থেকে হুমকি মোকাবেলার জন্য এ বাজেট বরাদ্দ চাওয়া হয়েছে। তিনি দাবি করেন, বিশ্বব্যাপী চীন ও রাশিয়া তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০১৮)