ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহী কানাডা

২০১৮ ফেব্রুয়ারি ১৪ ১৪:৩৮:২৪
অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহী কানাডা

স্টাফ রিপোর্টার :বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক (পিপিপি) বিনিয়োগে আগ্রহী কানাডা। বিশেষ করে অবকাঠামো খাতে কানাডার ব্যাপক আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন দেশটির কমার্শিয়াল কর্পোরেশনের প্রেসিডেন্ট মার্টিন জাবলোকি।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে জাবলোকি এ আগ্রহের কথা জানান।

এ সময় দুই দেশের বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি মিয়ানমার থেকে নিপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব উদ্যোগ নিয়েছেন জাবলোকি তার প্রশংসা করেন।

বৈঠকে পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব কর্মসূচির ফলে বাংলাদেশ লাভজনক বিনিয়োগের স্থানে পরিণত হয়েছে। তিনি কানাডার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০১৮)