ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

মানবাধিকার লঙ্ঘনের তথ্য জানাতে হটলাইন ১৬১০৮

২০১৮ ফেব্রুয়ারি ১৫ ১৮:১৪:২৪
মানবাধিকার লঙ্ঘনের তথ্য জানাতে হটলাইন ১৬১০৮

স্টাফ রিপোর্টার : কোথাও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে তথ্য জানাতে একটি হটলাইন নম্বর চালু করতে যাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। মার্চ থেকেই এই নম্বরটি চালু হচ্ছে। ১৬১০৮ নম্বরে কল দিয়ে বিনামূল্যে জানানো যাবে তথ্য।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ হোক’ বিষয়ে এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ কথা জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

রিয়াজুল জানান, কমিশনের লোকবল কম থাকায় আপাতত অফিস সময়ে এই নম্বর চালু থাকবে। এখানে অভিযোগগুলো রেকর্ড করে রাখা হবে। আর পরে অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কমিশন মানবাধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে জানিয়ে চেয়ারম্যান বলেন, ‘আমাদেরও ব্যর্থতা আছে, তারপরও সরকারের সাথে অনেক দেনদরবার করেই মানবাধিকার নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছি।’

মানবাধিকার নিশ্চিতে সমস্ত এনজিও, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান জানিয়ে রিয়াজুল বলেন, ‘সত্যিকারের উন্নয়নের জন্য মানবাধিকার নিশ্চিত করতে হবে। কারণ মানবাধিকার ছাড়া উন্নয়নের পরিপূর্ণতা পায় না।’

বিশেষভাবে শিশু নির্যাতনের বিষয়টি উল্লেখ করেন মানবাধিকার কশিনের চেয়ারম্যান। বলেন, ‘আমরা শিশু নির্যাতন রোধে কাজ করে যাব। এমনকী বাবা-মার কাছে শিশু নির্যাতিত হলেও তার জবাবদিহিতা করতে হবে। প্রয়োজনে আমাদের পক্ষ থেকে মামলাও করতে পারি।’

শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার না করার আহ্বানও জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। বলেন, ‘সামান্য টাকার জন্য শিশুদের জীবন দিতে হচ্ছে, নির্যাতনের শিকার হতে হচ্ছে। যারা শিশুদের নির্বাচনী কাজে ব্যবহার করবে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে।’

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ব প্রতিদিন ১০ জনের মধ্যে ছয় জন শিশু শারীরিক সহিংসতার শিকার হচ্ছে। এছাড়া বিশ্বের প্রায় অর্ধেক শিশু বিদ্যালয়ে শারীরিক শাস্তির সম্মুখীন হয়।

বাংলাদেশে প্রায় ৮২ শতাংশ শিশু বিভিন্নভাবে সহিংসতার শিকার হয় ১৪ বছরের আগে। ৭৭.১ শতাংশ শিশু শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে বিদ্যালয়ে। এছাড়া ৫৭ শতাংশ শিশু কর্মক্ষেত্রে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে।

আয়োজক সংগঠন ওয়ার্ল্ড ভিশনের উপপরিচালক সাবিরা নূপুর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০১৮)