ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

নেপালের ৪১তম প্রধানমন্ত্রী কে পি শর্মা

২০১৮ ফেব্রুয়ারি ১৫ ১৮:৪৫:২৮
নেপালের ৪১তম প্রধানমন্ত্রী কে পি শর্মা

স্টাফ রিপোর্টার :নেপালের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান কে পি শর্মা অলি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি তাকে শপথবাক্য পাঠ করান।

নতুন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি তিন সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন। সিপিএন-ইউএমএলের সমন্বয়ে এ মন্ত্রিসভা গঠন করা হয়েছে। উভয় মন্ত্রী এবং তিন সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন। থাম মায়া থাপাকে নারী ও শিশু প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং লাল বাবু পন্ডিতকে জনসংখ্যা ও পরিবেশ মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এর আগে, নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা বৃহস্পতিবার পদত্যাগ করেন। নির্বাচনের মাত্র দুই মাসের মধ্যে তিনি পদত্যাগ করেন।

কে পি শর্মা অলি নেপালের তেরহাতুমে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। মার্ক্সবাদ-লেনিনবাদের দর্শনে আকৃষ্ট হয়ে ১৯৬৬ সালে অলি রাজনীতিতে যোগ দেন। ১৯৭০ সালে তিনি নেপালের কমিউনিস্ট পার্টির সদস্য হন।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০১৮)