ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মাদারীপুরে কবিতা আবৃত্তিতে মুগ্ধ করলেন শিমুল মুস্তাফা 

২০১৮ ফেব্রুয়ারি ১৭ ১৬:৫৫:১০
মাদারীপুরে কবিতা আবৃত্তিতে মুগ্ধ করলেন শিমুল মুস্তাফা 

মাদারীপুর প্রতিনিধি : ‘আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে’ শিরোনমে ধৈবত আবৃত্তি ভুমি মাদারীপুরের ১১ তম প্রযোজনা শুক্রবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আবৃত্তিতে মাদারীপুরের দর্শকদের মুগ্ধ করেন নন্দিত আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা ও মাসকুর এ সাত্তার কল্লোল।

এছাড়াও আবৃত্তি করেন ঢাকা থেকে আসা আবৃত্তিশিল্পী মাসুম আজিজুল বাশারসহ ধৈবত আবৃত্তি ভুমি মাদারীপুরের আবৃত্তিশিল্পীরা।

আবৃত্তি অনুষ্ঠানে ধৈবত আবৃত্তি ভুমি মাদারীপুরের সভাপতি শাহাবুদ্দিন তৌহীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাগরের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, মাদারীপুরের জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এবিএম বজলুর রহমান খান রুমি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদার প্রমুখ।

মাদারীপুরের দর্শকরা মনোমুগ্ধকর এই আবৃত্তি অনুষ্ঠান রাত ১০টা পর্যন্ত উপভোগ করেন।

(এএসএ/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০১৮)