ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কুষ্টিয়ায় প্রশ্ন ফাঁসকারী আটক

২০১৮ ফেব্রুয়ারি ১৭ ২২:১৫:৪৬
কুষ্টিয়ায় প্রশ্ন ফাঁসকারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরতলীর ঈদগাঁপাড়াস্থ একটি ছাত্রাবাস থেকে এক সাদমান সাকিব পলক (১৯) নামের একজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাবের দাবী সে মোবাইলে ফেসবুকের মাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছিলো।

শনিবার রাত সাড়ে ৮টায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানায় ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এ এইচ এম মাহফুজুর রহমান।

আটককৃত পলক মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

প্রেসবিজ্ঞিপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় আমিরুল ইসলামের ছাত্রাবাসে অভিযান চালিয়ে
সাদমান সাকিব পলককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি মোবাইল ও ৪টি সিম উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মোবাইলে তার ফেসবুক আইডিতে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ও
উত্তরপত্র ফাঁসের বিষয়ে সে উপস্থিত লোকজনের সামনে স্বীকার করে এবং তার সহযোগীতা মোতাবেক ধৃত সাদমান সাকিব পলক এর ব্যবহৃত ফেসবুক আইডি হতে প্রশ্ন ও উত্তর পত্রের ২৯ (ঊনত্রিশ) পাতা বের করে দেয়, যা চলমান পরীক্ষার প্রশ্ন ও উত্তরের সহিত হুবহু মিল রয়েছে।

জিজ্ঞাসাবাদে সে আরো জানায় যে, বিভিন্ন ছাত্র/ছাত্রীর নিকট টাকার বিনিময়ে বিকাশের মাধ্যমে বিক্রি করেছে।

(কেকে/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০১৮)