ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

দীপক চক্রবর্তী’র দুটি ছড়া

২০১৮ জুন ০৪ ১৬:৩৮:১৫
দীপক চক্রবর্তী’র দুটি ছড়া







উঁই ইঁদুরের কাজ

পান্ডু লিপির পাতায়-পাতায়
জমে আছে ধুলো,
মনের সুখে বাস করছে
শোলা ইঁদুর গুলো।

শব্দ গুলো এলো মেলো
উঁই পোকারই বাসাতে,
আরশোলারা ঘর করছে
অনেক বড় আশাতে।

বর্ণ গুলো মুচকি হাসে
উঁই এঁকেছে ছবি,
আরশোলা আর ইঁদুর বলে
লিখবে এসো কবি ।

কষ্টে গড়া পান্ডু লিপি
নষ্ট হলো আজ,
ধ্বংস করে জীবন খাতা
উঁই ইঁদুরের কাজ।


যেমন খুশি

কর্তা খুশি ভর্তা ভাতে
শিয়াল খুশি মুরগীতে,
দেশের টাকা খেয়ে গেলো
ভীন দেশী আর বর্গীতে।

গাধা খুশি খেটে-খেটে
কুত্তা খুশি হাড়ে,
হালটা ধরে মাঝি খুশি
মাল্লা খুশি দাঁড়ে।

কুলুর বলদ খুশি থাকে
ঘানির ঘোড়া টানে,
বিড়াল খুশি শুটকী মাছে
ইঁদুর খুশি ধানে।

বাঁদর খুশি বাঁদরামীতে
বাঘটা খুশি হরিণে,
দেশের টাকা হচ্ছে পাচার
ওকথা তো ধরিনে।

গুন্ডা খুশি ডান্ডা খেয়ে
হাত কড়াটা পেয়ে,
পেটুক খুশি দই সন্দেশ
মন্ডা মিঠাই খেয়ে।

নেতা খুশি মিথ্যা বলে
চাপা বাজির হাঁক,
জনগনের রক্ত চোষে
টাউটেরই ঝাঁক।