ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বাগেরহাটে বর্ষবরণের শোভাযাত্রা ও ৭ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

২০১৪ এপ্রিল ১৪ ০৯:৫৭:০৭
বাগেরহাটে বর্ষবরণের শোভাযাত্রা ও ৭ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি : বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে সোমবার সকালে বাগেরহাটে ৭দিনব্যাপী বাংলা নববর্ষ ও বৈশাখী মেলা শুরু হয়েছে। বাগেরহাট স্টেডিয়াম থেকে বেলুন, ফেষ্টুন উড়িয়ে বর্ষবরণ কর্মসূচীর উদ্বোধন করেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন। বাগেরহাটের জেলা প্রশাসক মো. শুকুর আলীর সভাপ্রতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা,মহিলা সংসদ সদস্য হ্যাপী বড়াল,বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুল হক খান। পরে বাগেরহাট স্টেডিয়াম থেকে ঘোড়া নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা উদ্যানের দক্ষিন পাশ্বের মেলা চত্বরে গিয়ে শেষ হয়।

বাগেরহাটের সকল শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও রাজনৈতিক সংগঠন শোভাযাত্রায় অংশগ্রহন করে। পরে বর্ষবরণ উপলক্ষে স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা, ষাটগুম্বজ মসজিদ জাদুঘর বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এছাড়া দেশীয় খেলাধুলার আয়োজন করা হয়। বর্ষবরণ উপলক্ষে শিশুপার্কে ৭ দিন ব্যাপী মেলা বসেছে। মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় স্বাধীনতা উদ্দ্যানে শহরের ৩৬টি সাংস্কৃতিক সংগঠন সংগীত পরিবেশন করবে। এদিন ওয়ার্ড হ্যারিটেজ বাগেরহাট ষাটগুম্বজ মসজিদ ও খানজাহান আলীর মাজারে ছিল দেশী বিদেশী পর্যটকদের উপচেপড়া ভিড়।
(একে/এএস/এপ্রিল ১৪, ২০১৪)