ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » পাশে দাঁড়াই » বিস্তারিত

বাক ও শারিরীক প্রতিবন্ধী শিহাবের উন্নত চিকিৎসার প্রয়োজন

২০১৮ জুলাই ২০ ১৬:৪০:২৪
বাক ও শারিরীক প্রতিবন্ধী শিহাবের উন্নত চিকিৎসার প্রয়োজন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা পুরাতন হাসপাতাল সড়ক ৬ নং ওয়াড় খাঁপাড়ার কাচারি বাজারের ক্ষুদ্র পান ব্যাবসায়ী ছোট বাবুর ছোট ছেলে বাক ও শারিরীক প্রতিবন্ধি শিহাবকে তার বাবা শিহাবকে প্রতিদিনে দুবেলা সকাল এবং বিকালে চা বিস্কুট খাওয়াতে নিয়ে যেতে হয়। নইলে শিহাব কান্নাকাটি করে।

শিহাবের বয়স ৭ বছর পার হচ্ছে শিহাবের। শুধু তাই নয়, তার দাদা নয়া মিয়া ফুটপাতের বুট পিয়াজুর ব্যাবসায়ির নাতি শিহাব। নানা দুঃখে কষ্টে চলে এদের সংসার। তার পর আবার শিহাবের ওসুধ কিনতে হয় সপ্তাহে ১০০০ টাকার মত প্রতিদিন নাস্তা বাবদ সকালে ২৫ টাকা বিকালে ১৫ টাকা তারপর আরো দুধ,ডিম তো আছেই। মাঝে মাঝে শিহাব অসুস্থ্যে হয়ে পরে। তাই শিহাবে উন্নত চিকিৎসার প্রয়োজন। তাই তার বাবা উন্নত চিকিৎসার টাকা যোগার করতে পারছে না। তবে সরকারিভাবে কোন সুযোগ সুবিধাও পাচ্ছেনা বিষয়টি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছেন, ক্ষুদ্র পান ব্যাবসায়ি ছোট বাবু কাচারি বাজার গাইবান্ধা।

(এসআইআর/এসপি/জুলাই ২০, ২০১৮)