ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

মানিক বৈরাগী’র কবিতা 

২০১৮ জুলাই ২১ ১৬:১৭:৫১
মানিক বৈরাগী’র কবিতা 







যাপন

অবহেলা ঝরে
বৃষ্টি ছুঁইয়া
জেগে ওঠে
বেদনার যন্ত্রনা
শিবির কাটা পায়ে
পুলিশি বেড়ির ক্ষতে
মলমের প্রলেপে
চিক চিক রুশ্নি ছড়ায়
দগ দগে ঘা।

আকাশ ভরা মেঘের কান্না
বিরহি বাঁশির সুর সুরা
একাকি চিয়ার্সে ভাসে
কারা স্মৃতি
ভাজা মাছের মচমচে কামড়ে
পাইনা সুখ তৃপ্তি
মনেলয়
নিজের হাড়ে নিজেই কামড়াই।

প্রতিশ্রুতির পহর কেটে যায়
তবুও রণ ক্লান্ত নই,
আমি সেই ক্যাপ্টেন
ভানের খোলস পড়ে
দিব্যি হুংকার ছাড়ি
আমি মুজিবের সৈনিক।

কি পেলাম কি দিলাম
লোভের লাহান,লেলিহান
বেঁচে ও মরেছে তারা
অধিবাস্তবতার পরাবাস্তবতা
তবুও মানুষ আমি
আছে পেট ও পটের ক্ষুধা
শোণিতের দাপটে কামনাও বাড়ে
বীর্জের তিব্রতা ভিষণ যন্ত্রনা।

তপ্ত সূচের পোড়নাঘাতের তিব্রতা
কে বুঝিবে হায়,
ভাঙ্গা হাড়ের সাথে ভাঙ্গা হাড়ের ঘর্ষণ
টংকার ওঠে মস্তিষ্কের কোষে কোষে
যে গিয়েছে রিমান্ডে এক মাত্র সেই জানে
বেদন যন্ত্রনার ভার বহিবার
এখানে ঈশ্বর ও অসহায় হায়।