ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

মারিয়া রহমান ঝুমকো’র কবিতা

২০১৮ জুলাই ৩১ ১৬:৪৬:৪০
মারিয়া রহমান ঝুমকো’র কবিতা







নিষ্ফলা আমি

আমি তোমাতে নিজেকে খুঁজেছি,
নিজেকে ব্যর্থ করে দিয়ে।
শুনেছি সফলরা নাকি দিনশেষে একা!
তাই নিজেকে নিষ্ফলা করেছি তোমারি প্রয়োজনে!
আজ যখন আমি ফলহীনা,
তখন দিনশেষে চেয়ে দেখিলাম-
তুমি আমার নিষ্ফলা বৃক্ষতলের ক্লান্তহীন পথিক নও,
তুমি সুফলা বৃক্ষের এক উত্তম পূজারী।