ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

দিনাজপুরের প্রবীন সাংবাদিক সাথী আর নেই

২০১৮ আগস্ট ১০ ১৭:১৮:২৪
দিনাজপুরের প্রবীন সাংবাদিক সাথী আর নেই

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রবীন সাংবাদিক আহসানুল আলম সাথী ইন্তেকাল করেছেন(ইন্না---রাজেউন)। তিনি আজ শুক্রবার রাত সাড়ে ১২টায় দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে।তাঁর মৃত্যু সংবাদ শুনার পর রাত থেকেই তাঁর শহরের বালুয়াডাঙ্গাস্থ বাসভবনে সাংবাদিক, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিকর্মী,রাজনীতিবিদ ও আত্মীয়-স্বজনের ঢল নামে। প্রিয় সাংবাদিক আহসানুল আলম সাথী’র মৃত্যুতে দিনাজপুর প্রেসক্লাব ৩ দিনের শোক কর্মসূচী গ্রহণ করেছে।

শুক্রবার বাদ জুম্মা বালুয়াডাঙ্গা দোতালা জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম এবং দিনাজপুর প্রেসক্লাব চত্বরে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠি হয়। এ সময় তাঁকে সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। নামাজে জানাজা শেষে দিনাজপুর সোনাপীর গোর-স্থানের মরহুমের দাফন কার্য সম্পন্ন হয়।

প্রবীন সাংবাদিক আহসানুল আলম সাথী’র মৃত্যুতে তথ্য মন্ত্রী আহসানুল হক ইনু, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- কেন্দ্রীয় স্থায়ী কমিটি’র সদস্য ও যুগ্ম সম্পাদক শাহ্ আলম শাহী, দিনাজপুর টেলিভিশন ক্যামরা পার্সন ফোরামের সভাপতি শাহীন হোসেন, সাধারণ সম্পাদক শিমুলসহ সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোকসমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

(এসএএস/এসপি/আগস্ট ১০, ২০১৮)