ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

মানিক বৈরাগী’র কবিতা

২০১৮ আগস্ট ১১ ১৬:১০:৫৮
মানিক বৈরাগী’র কবিতা







শেখ মুজিবের গীত গাই

অটুট আছে স্বভাব
উড়ে আসে অভাব।

বদলাতে পারিনা খাসলত
যতই করো নসিহত।

অবদমনে ভুল করি
অপমান ভয়ে পুড়ি।

বিশ্বায়নের লম্পট পুজি
সমাজতন্ত্র তোমায় খুজি।

ক্ষয়িষ্ণু সামন্তিয় চরিত্র
উদার নৈতিকায় পবিত্র।

কবিতার বই হয়নি বেচা
ছাড়তে পারিনি মদ্য নেশা।

চোখ লাল পা টলো মলো
বাসায় এলে ঝাড়ি দেয় বধু।

মনের ভেতর অসিম জ্বালা
রাজনীতি করেছে মোরে উতালা।

কারে করি বিশ্বাস রাখি আস্থা
পদ পেলে বনে মুস্তাক সাচ্ছা

কি ছেয়ে ছিল পিতা মাতা,কেন প্রাণ হরন
চারিদিকে চুরের খনি বলেছেন বঙ্গ পিতা
নিরাপত্তায় ঢুকে গেছে শিবির,বুবুর জন্যে দোয়া
রাখে আল্লাহ মারে কে পুরানা বচন।

এত মোনাফেক,মীর জাফর, খন্দকারের দেশে
কি ভাবে ঠিক থাকি,মাতাল না হয়ে।

মাতাল আমি,আকাশ পাতাল ভাবি
মদের টাকা ভুতে যোগায়,বধুর ক্ষুধা খালি।

আমি ত মুক্তির পোলা শহীদের ভাই
বড় বুবু হাসিনা,রাসেল আমার ভাই
চলো সবাই শেখ মুজিবের গীত গাই।