ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

‌‘ভুয়া জন্মদিনের উল্লাসকারীদের নির্বাচন থেকে নির্বাসনে পাঠাতে হবে’

২০১৮ আগস্ট ১৩ ১৬:০৮:৩৩
‌‘ভুয়া জন্মদিনের উল্লাসকারীদের নির্বাচন থেকে নির্বাসনে পাঠাতে হবে’

স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যারা জাতীয় শোক দিবস ১৫ আগস্টে ভুয়া জন্মদিনের নামে উল্লাস করে তাদেরকে বাংলাদেশের সমাজ, রাজনীতি ও নির্বাচন থেকে চিরদিনের জন্য নির্বাসনে পাঠাতে হবে। সেভাবেই আমরা বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে নিরাপদ করতে পারি।

সোমবার সচিবালয়ে ‘আলোকচিত্রে বঙ্গবন্ধু’ প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, তথ্যপ্রতিমন্ত্রী তারানা হালিম। এ প্রদর্শনীতে বাঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ৯৬টি ছবি প্রদর্শিত হবে।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি যারা জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিনে অনুষ্ঠান ও উল্লাস করে থাকেন, তারা বিকৃত রুচির মানুষ। পাশাপাশি তারা চরম অশ্লীলতা প্রদর্শন করছেন। সুতরাং আজকে এ রকম একটা ঘটনাকে সামনে রেখে বিপদ এখানো কাটেনি। তাই সামনের দিনগুলোতে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের যাত্রা শেখ হাসিনার হাতে নিরাপদ থাকুক তবেই কেবল বাংলাদেশ আর কোনোদিন নির্বাসনে যাবে না। সেটা নিশ্চিত করতে হলে যারা ১৫ আগস্টে ভুয়া জন্মদিনের নামে উল্লাস করে তাদেরকে বাংলাদেশের সমাজ, রাজনীতি ও নির্বাচন থেকে চিরদিনের জন্য নির্বাসনে পাঠাতে হবে। সেভাবেই আমরা বাংলাদেশকে নিরাপদ করতে পারি, বঙ্গবন্ধুকে নিরাপদ করতে পারি, ইতিহাসের সঠিক চর্চা নিরাপদ করতে পারি।’

তিনি বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে ১৫ আগস্ট হত্যা করেছে। তারা বাংলাদেশের টোটাল ভিত নষ্ট করতে চেয়েছিল। তারা বাংলাদেশ রাষ্ট্রের আত্মাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু ইতিহাস বলছে সে রাষ্ট্রের ভীতও নষ্ট হয়নি, আত্মাও ধ্বংস হয়নি।’

(ওএস/এসপি/আগস্ট ১৩, ২০১৮)